ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউআইটিএসের আইটি বিভাগকে সুফি মিজানের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ইউআইটিএসের আইটি বিভাগকে সুফি মিজানের অভিনন্দন চ্যাম্পিয়ন টিমের হাতে ক্রেস্ট তুলে দেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম:  বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ এর আন্ডার-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের  (ইউআইটিএস) আইটি বিভাগকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিমের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এসআর হিলালী, স্কুল অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক প্রমুখ।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮ এর আন্ডার-গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ছাড়াও ইউআইটিএস আইসিটি অস্কার হিসেবে খ্যাত আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডের  জন্যও মনোনয়ন লাভ করেছে।

এ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের জন্য ৩০টির বেশি ক্যাটাগরিতে প্রায় ৬৫৩টি প্রজেক্ট জমা পড়ে।

এর মধ্যে কয়েক ধাপে বিশেষজ্ঞ বিচারকদের সমন্বয়ে গঠিত বোর্ডের যাচাই-বাছাইয়ের পর ৭৬টি প্রজেক্ট পুরস্কার পায় এবং ৩২টি প্রজেক্ট এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়।

গত ৬ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের কাছ থেকে ইউআইটিএসের আইটি বিভাগের পক্ষে পুরস্কার নেন আইটি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ঈসা হাম্মাম ও তাসমিয়া আক্তার। আইটি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক আল ইমতিয়াজও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।