ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় যুগের অবৈধ স্থাপনা সরালেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
দেড় যুগের অবৈধ স্থাপনা সরালেন ইউএনও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ড্রেনের জায়গা দখল করে অবৈধভাবে বসত ঘর তৈরি করেছিলেন স্থানীয় লোকজন। এতে ছড়ার পানি প্রবাহ বিঘ্নিত হওয়ায় বর্ষায় এলাকাজুড়ে সৃষ্টি হতো জলাবদ্ধতা। এভাবেই চলছিলো দেড় যুগের বেশি সময়।

তবে বুধবার (২৬ সেপ্টেম্বর) হাটহাজারীর বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় ড্রেনের জায়গায় নির্মিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে হাটহাজারী উপজেলা প্রশাসন।  ছবি: বাংলানিউজরুহুল আমিন বাংলানিউজকে জানান, হাটহাজারীর বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় ছড়ার পানি প্রবাহের জায়গায় অবৈধভাবে প্রায় এক হাজার স্কয়ার ফুটের দুটি বসত ঘর তৈরি করেছিলেন স্থানীয় লোকজন।

এ এলাকায় ড্রেন নির্মাণে পৌরসভা ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প নিলেও তাদের অবৈধ স্থাপনার কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হচ্ছিলো না।

তিনি বলেন, প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সাড়ে ৭ মিটার প্রস্থ ও ৬০০ মিটার দৈর্ঘ্যের ড্রেনটি নির্মাণ সম্ভব হবে। ছড়ার পানি নির্বিঘ্নে প্রবাহিত হবে। দীর্ঘ দিনের জলাবদ্ধতা থেকে এলাকাবাসী মুক্তি পাবে।

হাটহাজারীর জনদুর্ভোগ লাঘবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।