ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাচারের অভিযোগে যুবক আটক, ৩ শিশু উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
পাচারের অভিযোগে যুবক আটক, ৩ শিশু উদ্ধার শিশু পাচারের অভিযোগে যুবক আটক

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে মামুনুর রশিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।  

অভিযুক্ত যুবক মামুনুর রশিদ চাঁদপুর জেলার কচুয়া এলাকার তৈয়ব আলীর ছেলে।

উদ্ধার হওয়া তিন শিশু হলেন- ফাহিম (১২), সোহেল ১০) ও উজ্জল (১১)।  

পুলিশ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে স্থানীয়দের সহায়তায় মামুনুর রশিদ নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

তার জিম্মিদশা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, উদ্ধার হওয়া তিন শিশুকে ঢাকায় পাচারের পরিকল্পনা ছিল মামুনুর রশিদের। গত শনিবার থেকে নগরের বটতলী এলাকায় একটি হোটেলে এসব শিশুকে কৌশলে আটকে রেখেছিল মামুনুর রশিদ।   

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।