ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মিরসরাইয়ে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৫ ঘটনাস্থলে ট্রাকচাপায় নিহতদের মরদেহ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশার উপর গিয়ে পড়েছে একটি ট্রাক। এতে সিএনজি অটোরিকশার চার চালকসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল (৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন (৬০)।

 

আর আহত অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন (২৫) ও সোহেল (২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোরে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।    

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জানান এসআই টিপু

স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান বাংলানিউজকে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর পড়লে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। যে জায়গায় ট্রাকটি পড়েছে সেটি একটি অটো স্ট্যান্ড। ভোরে চালকরা বসে সেখানে আড্ডা দিচ্ছিলেন।  

তিনি বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮/আপডেট: ১০২৭ ঘণ্টা
এসএইচডি/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।