ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ খাতকে ত্রুটিমুক্ত রাখতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
বিদ্যুৎ খাতকে ত্রুটিমুক্ত রাখতে হবে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম:  সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সারা দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের ধারা ধারণ করতে হবে। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সেবামূলক সংস্থার প্রধানদের সঙ্গে নগর আওয়ামী লীগের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, বিদ্যুৎ খাতে সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায়।

চট্টগ্রাম জোনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী এ সাফল্যের অংশীদার। অতীতে জামায়াত-বিএনপির আমলে শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
এর ফলে বাংলাদেশ অন্ধকারে প্লাবিত হয়েছে। এ থেকে জাতি আজ উদ্ধার হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন যেমন বেড়েছে, চাহিদাও বেড়েছে। তবে অস্বীকার করার উপায় নেই বিদ্যুতের বিতরণ ব্যবস্থাপনায় ত্রুটি আছে। ক্ষেত্রবিশেষে গাফিলতিও আছে। পুরাতন সঞ্চালন লাইনের আধুনিকায়ন প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগগুলো আমলে রাখা।

নগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম জাতীয় উন্নয়নের হৃদপিণ্ড। এ হৃদপিণ্ডের সঞ্চালক বিদ্যুৎ। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে সফল।

সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক এমএ রশীদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, শ্রম সম্পাদক আবদুল আহাদ ,চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শামসুল আলম, বিএম জাহাঙ্গীর, মকবুল হোসেন, প্রবীর কুমার দে প্রমুখ।

বাংলােদশ সময়:২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।