ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় মা-মাছ শিকার, ১ মাসের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
হালদায় মা-মাছ শিকার, ১ মাসের কারাদণ্ড হালদা নদী থেকে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়

চট্টগ্রাম:  রুই, কাতলা, মৃগেল ও কালবাউশের নিষিক্ত ডিম সংগ্রহের অদ্বিতীয় নদী হালদা থেকে মা-শিকারের দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

রুহুল আমিন বাংলানিউজকে জানান, হাটহাজারীর ৮ নম্বর মেখল ইউনিয়নের মোজাফফর পুরের পেছনে হালদা নদীতে মশারি জাল বিছিয়ে মা-মাছ শিকারের সময় হাতেনাতে ধরা হয় মো. সাইফুল ইসলামকে (২৮)।

সাইফুল মোজাফফর পুরের আলী আকবর দফাদারের বাড়ির নুরুল হকের ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যদের খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে রুহুল আমিন জানান, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মা-মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

তবুও একশ্রেণির অসাধু মানুষ মা-মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, জব্দ করা জালটি পুড়িয়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এআর/টিসি          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad