ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসু ভিসির কার্যালয় ঘেরাও ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সিভাসু ভিসির কার্যালয় ঘেরাও ছাত্রলীগের সিভাসু ভিসির কার্যালয় ঘেরাও ছাত্রলীগের। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিভাসুর এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে ভিসির কাছে তার বহিষ্কার চান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় তাদের দাবিতে সাড়া না দেওয়ায় ভিসি কার্যালয়ের বাইরে এসে বিক্ষেভ করেন তারা। পরে ভিসির আশ্বাস এবং পুলিশি হস্তক্ষেপে সরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সিভাসুর ভিসি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বাংলানিউজকে বলেন, এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আমার কাছে আসে। তাদের বিষয়টি  দেখবো বলেছি।

তবে ভিসি কার্যালয় ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।