ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নালাপাড়ায় শর্টসার্কিটে পুড়লো বসতঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নালাপাড়ায় শর্টসার্কিটে পুড়লো বসতঘর আগুনে পুড়ে গেছে বসতঘর। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার উত্তর নালাপাড়ায় বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দনকানন ইউনিটের ৪টি গাড়ি সকাল ৯টা ৫ মিনিটে আগুন নির্বাপণে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে সুজন ও মিনু বেগমের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট দুইটি বসতঘর পুড়ে গেছে।  

অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এআর/টিসি          

       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।