ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

চট্টগ্রাম: নগরের বিভিন্ন জায়গায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবাসহ ১৯ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (২৩ সেপ্টেম্বর) বাকলিয়া, ডবলমুরিং, কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বাংলানিউজকে বলেন, নগরের বাকলিয়া থানার মেরিনার্স রোড, চরচাক্তাই, ডবলমুরিং থানার পাঠানটুলী, কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে মোট ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদকসেবনরত পাওয়া সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।