ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টি ঝরলো, হাসি ফুটলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
বৃষ্টি ঝরলো, হাসি ফুটলো বৃষ্টি ঝরলো, হাসি ফুটলো। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: অসহ্য গরমে অস্বস্তি নেমেছিল নগরে। বৃষ্টির জন্য নগরবাসী তাই অপেক্ষায় বসেছিল। আবহাওয়া অফিসও বৃষ্টি আসার সম্ভাবনা দিতে পারছিল না। দিলেও, তাদের সময়ের দিনক্ষণ অনুযায়ী বৃষ্টি ধরা দিচ্ছিল না।

অবশেষে রোববার বেলা ১১টায় কাটল সেই খরা। ঝরলো বৃষ্টি, আর হাসি ফুটলো মানুষের মুখে।

মাত্র আধ-ঘণ্টা বৃষ্টি হয়েছে নগরে। তা-ও গুঁড়ি গুঁড়ি।

মাটিও ভালো করে ভিজলো না, অমনি বৃষ্টি উধাও। তবু তো বৃষ্টি! তার মধ্যেই যেন গরমের রুদ্ররোষ প্রশমিত হওয়ার আশ্বাস পেলেন নগরবাসী।

চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তামান্না বিনতে হাবিব। দু’জন বান্ধবী নিয়ে এক ছাতার নিচে ক্যাম্পাসে আসছিলেন।

বাংলানিউজকে তিনি বলেন, কয়েকদিনের গরমে জীবন অসহ্য হয়ে উঠেছিল। বাসায় রাতে ভালো করে ঘুমাতেও পারছিলাম না। অবশেষে বৃষ্টি ঝরলো, তাই ইচ্ছে করে ছাতা থেকে বের হয়ে ভিজেছি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, ১ মিলিমিটারেরও কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।