ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংঘর্ষের অাশঙ্কায় চট্টগ্রাম কলেজে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
সংঘর্ষের অাশঙ্কায় চট্টগ্রাম কলেজে নিরাপত্তা জোরদার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের অাশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের অাশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলেজের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ক্যাম্পাসসহ অাশপাশের এলাকায় এ নিরাপত্তা জোরদার করে প্রশাসন।

সূত্র জানায়, অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিবার্চনী প্রচারণায় এখন চট্টগ্রামে অবস্থান করছেন।

পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা চাইছেন কলেজে নিজেদের শক্তি সামর্থ্য জানান দিতে। অন্যদিকে নবগঠিত কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরাও চাইছেন শক্তি জানান দিতে।
এ জন্য দুই গ্রুপই প্রস্তুতি নিয়ে অাছে।

ইতোমধ্যে ক্যাম্পাসে পদবঞ্চিতরা অবস্থান নিয়ে অাছেন। তারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে নবগঠিত কমিটির নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান করার কথা রয়েছে। সব মিলিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত অাছে। ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।