ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সৎ মানুষের জীবিকার অভাব নেই’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
‘সৎ মানুষের জীবিকার অভাব নেই’ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাদের খানকে ক্রেস্ট উপহার দেন উপাচার্য

চট্টগ্রাম: শিক্ষার্থীদের সৎ থাকার পরামর্শ দিয়ে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাদের খান বলেছেন, জীবনটাকে সৎভাবে চালান। সৎ থাকলে জীবিকার অভাব হবে না।

সম্প্রতি নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ আয়োজিত ‘করপোরেট টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ।

বায়োগ্রাফি পাঠ করেন সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন ড. মো. নাঈম আব্দুল্লাহ।

নাদের খান বলেন, এখন গোটা বিশ্বই আমাদের দেশ।

পুরো বিশ্বই এখন তোমার। শুধু নিজেকে নিয়ে পড়ে থাকলে চলবে না। এই বিশ্বায়নের যুগে গোটা পৃথিবীর প্রেক্ষাপট মাথায় রাখতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষই স্বতন্ত্র, কারও সঙ্গে কারও মিল নেই। মানুষ অসাধ্যকে সাধন করতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো কেইস স্টাডি মেথডের ওপর জোর দেয়। যেখানে ক্লাসে নতুন নতুন কেইস উপস্থাপন করা হয় । শিক্ষার্থীরা সেগুলো সমাধান করে। আগামীতে সিআইইউর ‘করপোরেট টক’ অনুষ্ঠানগুলোও একই পদ্ধতিতে পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।