ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জামায়াত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে জামায়াত সেলাই মেশিন বিতরণ করেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

চট্টগ্রাম: আওয়ামীলীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মধ্যে তুলে ধরতে হবে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সাতকানিয়া পৌরসভায় জেন্ডার বৈষম্য নিরসন কর্মসূচির আওতায় দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব কথা বলেন।

তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া আছে, নিবন্ধিত প্রত্যেক দলে ৩৩ শতাংশ মহিলা কেন্দ্রীয় কমিটিতে রাখতে হবে।

নিবন্ধিত প্রত্যেক দলের কেন্দ্রীয় কমিটিতে সবচেয়ে বেশি মহিলা আছে আওয়ামী লীগে ১৫ শতাংশ।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে জামায়াত।

পাকিস্তানে নির্বাচনে জামায়াত মাত্র দুই আসন পেয়েছে। জামায়াতের সঙ্গে আওয়ামীলীগের আদর্শিক দ্বন্দ্ব রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নত আয়ের দেশ হিসেবে পরিণত হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবাবের মতো হিজরাদের ভোটার করেছেন। ১০ হাজার হিজরাদের প্রতিমাসে ৭০০ টাকা ভাতা দিচ্ছেন। স্বামীর মৃত্যুর পর মহিলাদের ভাতার ব্যবস্থা করেছেন।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।