ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে ‘কন্ডাকটিং সাকসেসফুল রিসার্চ’ নিয়ে কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
প্রিমিয়ারে ‘কন্ডাকটিং সাকসেসফুল রিসার্চ’ নিয়ে কর্মশালা বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ভবনের কেন্দ্রিয় অডিটোরিয়ামে ‘কন্ডাকটিং সাকসেসফুল রিসার্চ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কমনওয়েলথ স্কলারশীপ অ্যান্ড ফেলোশীপ প্ল্যান এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

তিনি বলেন, বর্তমানে ৫৩ টি দেশ কমনওয়েলথ অফ নেশন্স এর অর্ন্তভূক্ত আছে।

ব্রিটিশরা এ ভারত উপমহাদেশকে ২০০ বছর শাসন করেছে। একদিকে তারা যেমন ভারত উপমহাদেশের সম্পদ লুন্ঠন করে গ্রেট ব্রিটেনকে তিলোত্তমা বানিয়েছিল অন্যদিকে ব্রিটিশ শিল্প সংস্কৃতির সংস্পর্শে এসে উপমহাদেশের মানুষেরা সমৃদ্ধ হয়েছে।
এ জন্য কমনওয়েলথ স্কলারশীপ অ্যান্ড ফেলোশীপ পরিবর্তনশীল বিশ্বের জন্য একটি যুগোপযোগী উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসার দাবি রাখে।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রেহেনুমা রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমন ওয়েলথ অ্যালামনাই ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. এএম জোনায়েদ সিদ্দিকি, সাবেক কমনওয়েলথ অ্যালামনাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমেদ এবং সাবেক কমন ওয়েলথ অ্যালামনাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া।

কর্মশালায় ইউকেতে উচ্চ শিক্ষা ও বৃত্তি লাভের সুযোগ নিয়ে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের হেড অফ হায়ার এডুকেশন মোহাম্মদ তৌহিদুর রহমান।

কর্মশালায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসর, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।