ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড চট্টগ্রাম বন্দরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম: কনটেইনার হ্যান্ডলিংয়ে দেশের প্রধান সমুদ্রবন্দর দৈনিক ভিত্তিতে এক বছর আগের রেকর্ড ভেঙেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ১০ হাজার ৭৩২টি ২০ ফুট দীর্ঘ (টিইইউ’স) কনটেইনার হ্যান্ডলিং করেছে। ২০১৭ সালের ২১ জুলাই দৈনিক ভিত্তিতে সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড ছিল ৯ হাজার ৮৮৭ টিইইউ’স।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ বাংলানিউজকে বলেন, নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন ও ব্যবহার, তথ্যপ্রযুক্তির ব্যবহার, ডিজিটাইলেজন, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক ব্যবস্থাপনার কারণেই নতুন রেকর্ড গড়া সম্ভব হয়েছে।

এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা। এর মধ্যে স্টেকহোল্ডার, কাস্টম কর্তৃপক্ষ, বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগ, সিঅ্যান্ডএফ এজেন্টরা, টার্মিনাল অপারেটর, শিপিং এজেন্ট এমনকি ট্রাক-লরির মালিক-শ্রমিকদেরও ভূমিকা রয়েছে।
আমাদের টোটাল টিমওয়ার্ক যত বাড়বে বন্দরের সক্ষমতাও দিন দিন বাড়বে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।