ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ১১ অভিযানে কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী ও ডবলমুরিং থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

গ্রেফতার ১১ জন হলেন- মো. রফিক (২৭), রিয়াজুন্নেসা (২৭), মো. রহিম উল্লাহ পলাশ (১৬), মো. আলম (২৮), মো. শামীম (২৬), খোকন হোসেন স্বপন (২৮), মো. রুবেল (২৮), মো. দুলাল (২০), মো. আশিক (২৫), শান্তা বেগম (২০) ও নাদিয়া হিজড়া (৩৫)।

এদের মধ্যে মো. রফিক ও রিয়াজুন্নেসা রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র।

শামীম আহমেদ বলেন, নগরের কোতোয়ালী থানার জেলা পরিষদ মার্কেট ও রেল স্টেশন এবং ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া থেকে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও জেল দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।