ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের কর্মচারীকে গৃহনির্মাণ সামগ্রী দিলেন মনজুর আলম

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
চসিকের কর্মচারীকে গৃহনির্মাণ সামগ্রী দিলেন মনজুর আলম গৃহ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী দিয়েছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী মুহাম্মদ শাহাজাহানকে নগরের দামপাড়ায় দ্বিতলাবিশিষ্ট গৃহ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী দিয়েছে আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নগরের দেওয়ানহাটস্থ ফাউন্ডেশন কার্যালয়ে এসব নির্মাণ সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরর নির্বাহী পরিচালক এম মনজুর আলম।  

নির্মাণ সামগ্রীর মধ্যে ছিল রড, সিমেন্ট, ইট ও টিন।

এছাড়াও একই দিন অপর এক অনুষ্ঠানের মাধ্যমে নগরের উত্তর কাট্টলীস্থ চৌধুরী বাড়ির নুর নাহার বেগমকেও ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।  

মনজুর আলম বলেন, খাদ্যের পর একজন মানুষের বাসস্থান একটি অপরিহার্য বিষয়।

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এভাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
 
এসময় আলহাজ মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।