ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগুনে পুড়লো আসবাবপত্র-প্লাস্টিকের গুদাম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
আগুনে পুড়লো আসবাবপত্র-প্লাস্টিকের গুদাম  আগুনে পুড়লো আসবাবপত্র-প্লাস্টিকের গুদাম। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের বাকলিয়া ও রহমতগঞ্জ এলাকায় দুইটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে বাসার আসবাবপত্র ও পুরাতন প্লাস্টিকের গুদাম।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাকলিয়ার নাহার সিএনজির সামনে ও রহমতগঞ্জ ৪ নম্বর বাই লেইনে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লামারবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাকলিয়ার নাহার সিএনজির সামনে পুরাতন প্লাস্টিকের একটি গুদামে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবরে চন্দনপুরা ও লামারবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্তণে আনে।  

অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আলী আকবর।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বাংলানিউজকে জানান, দুপুর ১টা ৪০ মিনিটে রহমতগঞ্জ ৪ নম্বর বাই লেইনের একটি ভবনের তৃতীয় তলায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  

অগ্নিকাণ্ডে বাসার আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান নিউটন দাশ।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮ 
এসকে/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad