ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাড়লো ১৩০ আসন

চুয়েটে ভর্তির আবেদন শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
চুয়েটে ভর্তির আবেদন শুরু সোমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেইট।

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন সোমবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

অনলাইনের মাধ্যমে ভর্তির এ আবেদন করা যাবে ০৭ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোলসহ নামের তালিকা প্রকাশ করা হবে ১৮ অক্টোবর।

চুয়েটে এবার পূর্বের ৭০০ আসনের সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টিসহ ১৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে।

অর্থাৎ এ বছর চুয়েটের ৪টি অনুষদের ১০টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ৮৩০ আসনের বিপরীতে আবেদন করা যাবে।

২ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং একই দিন বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।