ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে আর্টিকেল প্রিপারেশন নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
সাদার্নে আর্টিকেল প্রিপারেশন নিয়ে সেমিনার সাদার্নে আর্টিকেল প্রিপারেশন নিয়ে সেমিনার।

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের উদ্যোগে ‘আর্টিকেল প্রিপারেশন অ্যান্ড সাবমিশন: অ্যা গাইডলাইন ফর ইঞ্জিনিয়ার্স বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার জিয়ামেন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূইঁয়া।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের উপদেষ্টা অধ্যাপক আহমদ হোসাইন, বিভাগীয় প্রধান রুবানা হক চৌধুরী, ইসিই বিভাগের প্রধান ঋষি রক্ষিত ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেমিনারে প্রধান আলোচক ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূইঁয়া বর্তমান সময়ে গবেষণামূলক প্রবন্ধ প্রস্তুতি এবং বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রকাশনায় কিভাবে প্রবন্ধ উপস্থাপন করতে হয় এসব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে।

গবেষণামূলক প্রবন্ধ লিখতে দিক নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রথম প্রথম অনেকের বিভিন্ন বিষয়ে ধারণা থাকে না। তাই সুনির্দিষ্ট গাইড লাইন জানা থাকলে গবেষণা কাজ অনেকটা সহজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad