ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি নামতে পারে বৃহস্পতিবার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি নামতে পারে বৃহস্পতিবার! গরমে তৃষ্ণা মেটানোর চেষ্টা। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: কয়েকদিন ধরে কাঠফাটা রোদ। কড়া রোদে ‘পুড়ে’ যাচ্ছে গা। একটুখানি বৃষ্টির জন্য তাই হাহাকার নগরজুড়ে। অবশেষে সেই গরম থেকে মুক্তি মিলছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তা থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

আর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মো. রুবেল বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রামসহ সারা দেশে গরমের পারদ উঠেছে।

তবে বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নগরের বিভিন্ন এলাকায় কয়েকদিন মাত্রাতিরিক্ত লোডশেডিং ছিল। গুলজার মোড় এলাকার বাসিন্দা আরমান উল ইসলাম বলেন, বিদ্যুতের ভেল্কিবাজিতে রাতে ঘুমাতে বেশ কষ্ট হয়েছে। বুধবারও ঘণ্টায় দু’বার করে লোডশেডিং হয়েছে।

চট্টগ্রামে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়:২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।