ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল বাহার আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল বাহার আর নেই

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা-সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার আর নেই।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা রেডিওতে পড়েন এমএ হান্নান

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সুপ্রভাত বাংলাদেশ, দ্য ডেইলি স্টার, দৈনিক পূর্বকোণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার ( ২০ সেপ্টেস্বর
১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে। জোহরের নামাজের পর বন্দর ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে।

'শপথ ভাঙলে জ্যান্ত পুঁতে ফেলবে জনতা'

মুক্তিযোদ্ধা রইসুল হক বাহারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।