ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ব্যবসায়ী হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম: এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহাদাত হোসেন ভুঁইয়ার আদালত এ রায় দেন বলে বাংলানিউজকে জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম।

দণ্ডিতরা আসামিরা হলেন- আজিম উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান ও শাহাবুদ্দিন।

এদের মধ্যে আজিম উদ্দিন কারাগারে। বাকি তিনজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
রায় ঘোষণার পর আজিমকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, মিরসরাই উপজেলার হ্নীলা এলাকায় ২০০৯ সালের ১৩ জানুয়ারি ভাঙ্গারি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জয়নালের ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ মে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে আসামি আজিম উদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।