ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
সিআইইউতে মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ক কর্মশালা সিআইইউতে মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম: সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মোবাইল অপারেটর রবি এক্সিয়াটা লিমিটেডের যৌথ উদ্যোগে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান। পরিচালনা করেন বিডিঅ্যাপস্ (রবির অঙ্গ প্রতিষ্ঠান) এর অপারেশন ম্যানেজার এস এম রিফাত মেনন।

 

এ সময় সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসই বিভাগের প্রধান ও অনুষ্ঠান সমন্বয়ক আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান বলেন, বর্তমান সময়ে মোবাইল অ্যাপস্ ডেভেলপারের চাহিদা ক্রমবর্ধমান।

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের এ বিষয়ে গভীর জ্ঞান রাখতে হবে।

এস এম রিফাত মেনন বলেন, এ ধরণের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের হাতে কলমে মোবাইল অ্যাপস বিষয় সম্পর্কে ধারণা দেওয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল অ্যাপস্ ডেভেলপার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।