ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
মেয়রের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ

চট্টগ্রাম: বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভিজিএফের চাল বিক্রির অভিযোগ করেছেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর।

সোমবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজির কাছে মেয়র কর্তৃক চাল বিক্রির এ অভিযোগ করেন তারা।

জানা গেছে, ঈদুল আজহার সময় হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বারইয়ারহাট পৌরসভার অনুকূলে ৯২ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

১২ জন কাউন্সিলরকে ওয়ার্ড ভিত্তিক ৬৮ টন চাল বিতরণের জন্য টোকেন প্রদান করা হয়। ২৪ টন চাল মেয়র নিজে বিতরণের জন্য জমা রাখেন।

এর মধ্যে ৭ টন চাল মেয়র পৌরসভার গুদামে সংরক্ষিত রাখলেও বাকি ১৭ টন চাল বিতরণ না করে বিক্রির অভিযোগ করেন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হারুন, রফুকুজ্জামান বাবুল এবং আজিজুল হক মান্না।

বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন বাংলানিউজকে জানান, মেয়র দুস্থদের জন্য সরকারের দেওয়া ভিজিএফ চাল বিতরণ না করে বিক্রি করে দিয়েছেন। গুদামে থাকা চালও বিক্রি করার চেষ্টা করছেন। এসব বিষয় আমরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের ব্যক্তিগত মুঠোফোনে (০১৭৫৫৫৫৫১৭৮) কল করেও সাড়া মিলেনি।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, ভিজিএফের চাল সরকার দেয় দুস্থদের মধ্যে বিতরণের জন্য। বিক্রি করার জন্য নয়। কেউ এ কাজ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।