ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নকাজে সমন্বয় ও নজরদারি দরকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
উন্নয়নকাজে সমন্বয় ও নজরদারি দরকার উপজেলা স্কাউটের কমিশনার মো. জাহাঙ্গীর ভূঁইয়া। ছবি: সোহেল সরওয়ার

সীতাকুণ্ড থেকে: বর্তমান সরকারের আমলে সীতাকুণ্ডে প্রচুর উন্নয়নকাজ হচ্ছে জানিয়ে কাজের মান নজরদারি ও সমন্বয়ের তাগিদ দিয়েছেন উপজেলা স্কাউটের কমিশনার মো. জাহাঙ্গীর ভূঁইয়া।

সীতাকুণ্ড উপজেলার বহুমাত্রিক সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে দেশের সর্ববৃহৎ ২৪ ঘণ্টার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা শুরু হয়।

জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, গুলিয়াখালী সৈকতে হাজারো তরুণ-তরুণী আসছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা আসে।

বাসে আসে, ট্রেনে আসে। কিন্তু সেখানে কাদা মাড়াতে হচ্ছে। পার্কিং নাই। সড়ক নেই। শৌচাগার নেই।  অথচ এটা হতে পারে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের বড় খাত।  

তিনি বলেন, চন্দ্রনাথ ধামে নিরাপত্তা বাড়াতে হবে। পাহাড়ে ক্যাবল কার দিলে পর্যটকদের আকর্ষণ করবে।

পুরো অনুষ্ঠানটি লাইভ দেখানো হচ্ছে বাংলানিউজের ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।