ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তৃণমূলের উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরছে বাংলানিউজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
তৃণমূলের উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরছে বাংলানিউজ বক্তব্য দেন তপন চক্রবর্তী। ছবি: উজ্জ্বল ধর

সীতাকুণ্ড থেকে: তৃণমূলের উন্নয়ন ও সম্ভাবনা সবার কাছে তুলে ধরতে বাংলানিউজ টিম দেশজুড়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বহুমাত্রিক সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে বাংলানিউজ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সীতাকুণ্ডে বাংলানিউজ আয়োজিত গোলটেবিল আলোচনা।                     <div class=

" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2018September/bg/bg_220180917170924.jpg" style="margin:1px; width:100%" />তপন চক্রবর্তী বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে ঘিরেই দেশের অর্থনীতি আবর্তিত হয়। তাই অর্থনৈতিকভাবে দেশেকে এগিয়ে নিতে হলে চট্টগ্রামের উন্নয়ন সবার আগে জরুরি।
গেলো এক দশকে চট্টগ্রামে কী কী উন্নয়ন হয়েছে, কোথায় আমাদের উজ্জ্বল সম্ভাবনা আছে, তা তুলে ধরতে চাই আমরা। পাশাপাশি আরও কী কী উন্নয়ন দরকার সেসব বিষয়েও তুলে ধরার প্রচেষ্টা থাকবে আমাদের টিমের।

তিনি বলেন, সীতাকুণ্ড চট্টগ্রাম শহরের পাশে হওয়ায় এটির আলাদা গুরুত্ব রয়েছে।  শিল্প এলাকা, জাহাজভাঙা শিল্প, পর্যটন শিল্প, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থানসহ নানা করণে সীতাকুণ্ডের গুরুত্ব দিনদিন বাড়ছে। তাই সবার অাগে এখানে এসেছি আমরা।   

দেশের সর্ববৃহৎ ২৪ ঘণ্টার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের টিম রোববার (১৬ সেপ্টেম্বর) ‘সম্ভাবনা ও উন্নয়ন’ নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির পর এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এতে সীতাকুণ্ডের সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।