ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'সম্ভাবনা ও উন্নয়নে সীতাকুণ্ড’ গোলটেবিল চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
'সম্ভাবনা ও উন্নয়নে সীতাকুণ্ড’ গোলটেবিল চলছে 'সম্ভাবনা ও উন্নয়নে সীতাকুণ্ড’ গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি: বাংলানিউজ

সীতাকুণ্ড থেকে: সীতাকুণ্ড উপজেলার বহুমাত্রিক সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে দেশের সর্ববৃহৎ ২৪ ঘণ্টার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের আয়োজনে শুরু হয়েছে গোলটেবিল আলোচনা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা শুরু হয়।

এ জনপদের সার্বিক সমস্যা, সংকট, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আয়োজিত গোলটেবিলে উপস্থিত আছেন সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম, সহকারী কমিশনার ভূমি মো. কামরুজ্জামান, এডিশনাল পুলিশ সুপার শম্পা রানী সাহা, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সেকান্দার হোসেন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, ওসি (তদন্ত) মোহাম্মদ হোসাইন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছেফা, জেলা স্কাউটের কমিশনার মো. জাহাঙ্গীর ভূঁইয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মো. আবু বকর, সহ বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীলরা।

সঞ্চালনা করছেন বাংলানিউজ চট্টগ্রামের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

রোববার (১৬ সেপ্টেম্বর) ‘সম্ভাবনা ও উন্নয়ন’ নিয়ে বাংলানিউজ টিম সীতাকুণ্ডে সরেজমিন প্রতিবেদন তৈরির পর এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হচ্ছে।

পুরো অনুষ্ঠানটি লাইভ দেখানো হচ্ছে বাংলানিউজের ফেসবুক পেজে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।