[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২ অগ্রহায়ণ ১৪২৫, ১৬ নভেম্বর ২০১৮
bangla news

‘শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনগণকে পৌঁছে দিচ্ছি’

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৬ ১১:৫৯:১৯ পিএম
সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম

সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম

সীতাকুণ্ড থেকে: ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার দুই মেয়াদে সারাদেশে বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড করেছে। সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলাকেও নানাভাবে উন্নয়নকাজ কের এগিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উন্নয়ন বার্তা জনগণকে পৌঁছে দিচ্ছি।’

সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে জানিয়ে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, ‘দুই মেয়াদে বর্তমান সরকার দেশের বিভিন্ন সেক্টরে নানামূখী উন্নয়নকাজ করেছেন। সীতাকুণ্ডে শত শত কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। জাহাজভাঙা শিল্পে সুপরিচিত সীতাকুণ্ড উপজেলায় আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪১ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, দেড় কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, টেকনিক্যাল কলেজ, বঙ্গবন্ধুর ম্যুরাল, মদনহাটে ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়াও ট্রমা সেন্টার, বিভিন্ন সড়ক, কালভার্ট, তাহের-মঞ্জু কলেজ স্থাপন করা হয়েছে। সীতাকুণ্ড মহিলা কলেজকে সরকারিকরণের পাশাপাশি ৫০টিরও বেশি ভবনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।’

সীতাকুণ্ডে শতভাগ বিদ্যুতায়ন করেছে জানিয়ে সংসদ সদস্য দিদারুল আলম আরও বলেন, ‘এগারশ একর জায়গা নিয়ে মিরসরাই ইকোনোমিক জোনের সঙ্গে সীতাকুণ্ডকে সম্পৃক্ত করা হয়েছে। মুরাদপুর ইউনিয়নে বন্দর স্থাপন ও সীতাকুণ্ডে মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছি। পাশাপাশি রাবার ড্যাম নির্মাণকাজ প্রক্রিয়াধীন। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

সীতাকুণ্ডে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, স্লুইচগেইট নির্মাণে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সীতাকুণ্ডে ৪ কিলোমিটার এইচবিবি সড়ক, ৩৩টি ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। সৈয়দপুর ও মুরাদপুরে ২টি আশ্রয়ণ কেন্দ্র নির্মাণকাজ চলমান রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা ও অসহায় গরিব দেড় হাজার পরিবারকে সোলার প্যানেল দেওয়া হয়েছে।

বর্তমান সরকার সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বার্ষিক উন্নয়ন তহবিলসহ নানা খাতে শত কোটি টাকার উন্নয়নকাজ করেছে বলেও জানান তিনি।

৪৮৩ দশমিক ৯৬ বর্গ কিলোমিটারের সীতাকুণ্ড উপজেলায় জনসংখ্যা ৪ লক্ষাধিক। রয়েছে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসবি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   সীতাকুণ্ড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db