[x]
[x]
ঢাকা, শুক্রবার, ২ অগ্রহায়ণ ১৪২৫, ১৬ নভেম্বর ২০১৮
bangla news

হাটহাজারীতে মাইক্রো-সিএনজি অটো সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৪ ১০:২৬:৫১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বুড়ি পুকুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নুরুল হুদা (৪৫) ও আবু তৈয়ব (১৫) ঘটনাস্থলেই মারা যান। তারা সম্পর্কে শালা-দুলাভাই। গাড়ি দু’টি আটক করা হয়েছে। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db