ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম: শুরু হচ্ছে দেশের মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা `রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৮’।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি থাকবেন রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের সিইও মাহাতাব উদ্দিন আহমেদ, সাবেক বিতার্কিক ও নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালনা কর্মকর্তা আবদুন নূর তুষার।

প্রতিযোগিতায় স্কুল বিতর্কের ২৬তম এ আয়োজনে চট্টগ্রামের ৪২টি স্কুল, ১৫তম বিশ্ববিদ্যালয় বিতর্কে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় এবং ১৬তম কলেজ বিতর্কে সারা দেশের ১৬টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

দেশের বৃহত্তম এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী হবে ২২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।