ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড বিধান বড়ুয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড বিধান বড়ুয়ার

চট্টগ্রাম: রাউজানে সন্ত্রাসী হিসেবে পরিচিত বিধান বড়ুয়াকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন বলে বাংলানিউজকে জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম।

রাউজান আধারমানিক এলাকার বিধান বড়ুয়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম বলেন, ২০১১ সালে অস্ত্র আইনের একটি মামলায় বিধান বড়ুয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিধান বড়ুয়া বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad