ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গবেষণায় ইউজিসির স্বর্ণপদক পেলেন চবি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
গবেষণায় ইউজিসির স্বর্ণপদক পেলেন চবি উপাচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চবি উপাচার্যের হাতে পদক তুলে দেন

চট্টগ্রাম: সমাজের অবহেলিত জনগোষ্ঠী নিয়ে মৌলিক গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে স্বর্ণপদক পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পদক তুলে দেন।

‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্য পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে মৌলিক এ গবেষণায় ইফতেখার উদ্দিন চৌধুরী হিন্দু সম্প্রদায়ের নিম্ন বর্ণজাত ধোপা, নাপিত, মুচি ও মুসলিম সম্প্রদায়ের হাজং, কসাই নিয়ে গবেষণা করেছেন।

তিনি দেখিয়েছেন, সমাজে তারা কতটা অবহেলিত। বর্ণবৈষম্য দূর করতে সরকারকে তিনি এই জনগোষ্ঠীকে মূল জনগোষ্ঠীর সঙ্গে একীভূত করার পরামর্শ দিয়েছেন।

ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, গবেষণার সময় দেখেছি গ্রামাঞ্চলে তারা কতটুকু অবহেলিত। উচ্চতর শ্রেণির মানুষ এদের সমাজের নিচু পর্যায়ের মানুষ হিসেবে গণ্য করে। বইটি ২০০৬ সালের দিকে লিখি। মৌলিক গবেষণামূলক এ বইতে আমি প্রথম ‘দলিত’ শব্দটি ব্যবহার করি।

তিনি জানান, সরকারের যারা নীতিনির্ধারক আছেন তাদের এ ব্যাপারে ভাবার ও কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বইটিতে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।