[x]
[x]
ঢাকা, সোমবার, ৬ ফাল্গুন ১৪২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১২ ৩:২৭:৫৪ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, আহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, আহত ৩

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মিডওয়ে হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক আসিফ সিদ্দিকী (৩৭), তার মা জোছনা আরা বেগম (৬২) এবং প্রাইভেটকার চালক মো. ইকবাল (২৮)।

দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিসের ডেপুটি ব্যুরো চিফ শিমুল নজরুল বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে নগরের এমইএস কলেজ এলাকার বাসা থেকে স্মার্ট কার্ড আনতে প্রাইভেটকার যোগে চকরিয়া যাচ্ছিলেন আসিফ সিদ্দিকী ও তার মা। 

সকাল সাড়ে ১০টার দিকে চুনতির মিডওয়ে হোটেলের সামনে স্টার লাইনের একটি বাসকে সাইড দিতে গিয়ে প্রাইভেট কারটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন চালক। এ সময় এটি খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ সিদ্দিকী এবং তার মা জোছনা আরা বেগম শঙ্কামুক্ত হলেও চালক ইকবাল এখনও শঙ্কামুক্ত নন বলে জানান শিমুল নজরুল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমআর/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache