ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মুক্তিযোদ্ধা মানববন্ধন

চট্টগ্রাম: পটিয়া উপজেলার বাস স্টেশন এলাকায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডের ব্যানারে মানববন্ধনে এ অভিযোগ করেন তারা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সাহাবউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ডের সহকারী কমান্ডার (অর্থ) আবদুর রাজ্জাক।

মানববন্ধনে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, পটিয়ার যুদ্ধকালীন কমান্ডার আহমদ নবী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, জামাল উদ্দিন খান, রণজিৎ কুমার দাশ, যুগল সরকার, আবদুল খালেক, আজিজুল হক, আহমদ ছফা, তাজুর মুল্লুক, সিদ্দিক আহমেদ, পঙ্কজ কুমার দস্তিদার প্রমুখ।


বক্তারা বলেন, জীবন হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই অনেকে নানা পদ-পদবি পাচ্ছেন। অথচ মুক্তিযুদ্ধের চেতনার সরকার যখন পটিয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছে তখন একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কমপ্লেক্সটিকে অকার্যকর করতে তারা মরিয়া। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চলাচলের রাস্তার ব্যবস্থা করার উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।