ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৬ বছর পলাতক থেকে অবশেষে পুলিশের জালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
২৬ বছর পলাতক থেকে অবশেষে পুলিশের জালে

চট্টগ্রাম: ২৬ বছর ধরে পলাতক থেকে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে শফি (৫০) নামে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। ​বুধবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

শফি কোতোয়ালি থানার নজির আহমদ রোড এলাকার মো. ইসমাইল সওদাগরের ছেলে। ১৯৯১ সালে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাগারে যান শফি।

পরে জামিনে গিয়ে পলাতক ছিলেন তিনি। পরে এ মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ২৬ বছর ধরে পলাতক থাকা আসামি শফিকে গ্রেফতার করা হয়েছে। শফি ১৯৯১ সালে দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মোহাম্মদ মহসীন বলেন, আসামি শফি গ্রেফতার হয়ে নয়দিন কারাগারে ছিলেন। পরে তিনি জামিনে গিয়ে পালিয়ে সৌদিআরব চলে যান। ২০০০ সালে বাংলাদেশে আসলেও পালিয়ে ছিলেন। অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়লেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad