ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক কারবারিদের ধরতে ম্যাজিস্ট্রেটের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মাদক কারবারিদের ধরতে ম্যাজিস্ট্রেটের অভিযান

চট্টগ্রাম: মাদক কারবারিদের ধরতে নগরের কর্নেলহাট ও সিটি গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (০৫ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম নেতৃত্ব দেন।

এ সময় ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জামসহ ১৭ মাদক কারবারিকে হাতে নাতে আটক করেন ম্যাজিস্ট্রেট।

পরে আটক ১৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনঅনুযায়ী অর্থদণ্ড এবং ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট রমিজ আলম বাংলানিউজকে বলেন, কর্নেলহাট ও সিটি গেট এলাকায় বেশ কিছু দিন ধরে মাদক কারবারিদের দৌরাত্ম চলছিলো।

এতে এলাকার লোকজন,বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়ছিলো। এ কারণে মাদক কারবারিদের ধরতে সেখানে অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, অভিযানে আটক ১৭ জনের মধ্যে ১৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড এবং ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

মাদক কারবারিদের ধরতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রমিজ আলম।

অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. শামিম হোসেন। চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানেআইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad