ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দখল উচ্ছেদে গিয়ে লাঠির আঘাতে বনকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
দখল উচ্ছেদে গিয়ে লাঠির আঘাতে বনকর্মী নিহত

চট্টগ্রাম: সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় আবদুস সালাম (৫০) নামে এক বনকর্মী নিহত হয়েছেন।

বুধবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের একটি গভীর বনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত সাদেক মিয়া ফটিকছড়ির হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের বনমালী হিসেবে কর্মরত ছিলেন।


 
বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম বাংলানিউজকে বলেন, ‘হাতিমারা নামে একটি সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে নামে হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চলাকালীন সময়ে অবৈধ দখলদাররা তাদের ওপর বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় সালাম নামে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সাদেক মিয়ার মাথা ও পিটে লাঠির আঘাত রয়েছে।
 
হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অভিযান চলছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।