ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অন্তর্বাসে স্বর্ণপাচারের চেষ্টা রুখে দিলো কাস্টম 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
অন্তর্বাসে স্বর্ণপাচারের চেষ্টা রুখে দিলো কাস্টম  ধাতব দণ্ডে সোনার স্টিকের ওপর সিলভার রঙের প্রলেপ দিয়ে নিয়ে আসা হয় স্বর্ণ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দুবাই থেকে কার্টনে ভরে ৪ প্যাকেটে ৩২টি অন্তর্বাসের (ব্রা) ধাতব দণ্ডে ৭৬২ স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নগরের পাহাড়তলী এলাকার রবিউল হোসেন ব্রা’র ধাতব দণ্ডে সোনার স্টিকের ওপর সিলভার রঙের প্রলেপ দিয়ে নিয়ে এসেছিলেন।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়েছিল।

স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু শনাক্ত হয়। এরপর কার্টন খুলে ৪ প্যাকেটে ৩২টি ব্রা পাওয়া যায়।
প্রতি ব্রা’তে দুইটি করে ধাতব স্টিক ছিল। যেগুলো সোনার তৈরি হলেও ওপরে সিলভার কালারের প্রলেপ দেওয়া।  

তিনি জানান, রবিউল নামের ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।