ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ রিকশার বিরুদ্ধে চসিকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
অবৈধ রিকশার বিরুদ্ধে চসিকের অভিযান অভিযানে লাইন্সেস নবায়ন, টিন প্লেইট ও টোকেন বিহীন ৪৪টি অবৈধ রিকশা জব্দ করা হয়।

চট্টগ্রাম: অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে লাইন্সেস নবায়ন, টিন প্লেইট ও টোকেন বিহীন ৪৪টি অবৈধ রিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বাংলানিউজকে বলেন, নির্দেশনার পরেও টিন প্লেইট, টোকেন ও রিকশার লাইন্সেস নবায়ন না করায় নগরে চলাচলরত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযানে ৪৪টি অবৈধ রিকশা জব্দ করা হয়েছে।

অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং সিএমপি পুলিশ ম্যাজিস্টেটকে সহায়তা করেন।

এর আগে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরের নিউমার্কেট মোড় এলাকা থেকে ৪১টি অবৈধ রিকশা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad