ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেল কর্মচারী সুমনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
রেল কর্মচারী সুমনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান শেষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে এ মামলা করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন।

অলি উল্লাহ সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী দাবি পরিদর্শক পদে কর্মরত আছেন।

গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকতাকে মারধরের ঘটনায় অলি উল্লাহ সুমনকে সাময়িক বহিস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, মো. মিজানুর রহমান সুমনকে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ, বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধে রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অনুসন্ধান শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান মো. শরিফ উদ্দিন।

জানা যায়, অলি উল্লাহ সুমন ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন। পরে অফিস সহকারী পদে পদোন্নতি পান। গত বছরের জুলাই মাসে সহকারী দাবি পরিদর্শক পদে পদোন্নতি পান।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad