ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় কেজি স্বর্ণ চার্জার লাইটের ব্যাটারির জায়গায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
দেড় কেজি স্বর্ণ চার্জার লাইটের ব্যাটারির জায়গায়! চার্জার লাইটের ব্যাটারির জায়গায় লুকানো ১ কেজি ৫১৭ গ্রাম স্বর্ণের বার

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর চার্জার লাইটের ব্যাটারির জায়গায় লুকানো ১ কেজি ৫১৭ গ্রাম স্বর্ণের বার (১৩টি) উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রীর কার্টন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নজরদারি বাড়িয়েছিলাম।

স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর কার্টনটির মালিকানা দাবি করেনি কেউ।
কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা করা হয় যদি কেউ মালিকানা দাবি করে। শেষ পর্যন্ত কেউ মালিকানা দাবি না করায় সেটি খোলা হয়। পাওয়া যায় চার্জার লাইট। ওই লাইটের ব্যাটারির জায়গায় কৌশলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।