ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী দূষণ, বে ফিশিংকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
কর্ণফুলী দূষণ, বে ফিশিংকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে পতেঙ্গার বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে এ জরিমানা করেন।

এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) পতেঙ্গায় বে ফিশিং করপোরেশন লিমিটেডের ভোজ্য তেল পরিশোধনাগারে অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

এ সময় মঙ্গলবার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য বে ফিশিং করপোরেশন লিমিটেডকে নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, কর্ণফুলী নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুনানিতে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।