ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে সৈয়দ আহমদুল হকের জীবনী নিয়ে সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সিআইইউতে সৈয়দ আহমদুল হকের জীবনী নিয়ে সেমিনার সিআইইউতে সৈয়দ আহমদুল হকের জীবনী নিয়ে সেমিনার

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) মরমি গবেষক সৈয়দ আহমদুল হকের জীবনী নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ সেপ্টেম্বর) সিআইইউ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে সিআইইউর উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বাংলার রুমি সৈয়দ আহমদুল হককে স্মরণ করা মানে তার আদর্শ ও বাণীকে স্মরণ করা।

আমরা যদি তার বাণী ও আদর্শকে ধারণ করতে পারি তবে এর মধ্যে দিয়ে সমগ্র মানব জাতি উপকৃত হবে।  

সেমিনারে প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম।

তিনি বাংলার রুমি সৈয়দ আহমদুল হককে একজন ভিন্ন মাত্রার সুফি সাধক হিসেবে উল্লেখ করেন।  

সেমিনারে ‘শাহ সুফি সৈয়দ আহমদুল হকের মানবধর্ম’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মো. নূরে আলম।

বিশেষ অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকবর হোসেন এবং সৈয়দ নিলুফার শামসুদ্দিন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।