ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা থামিয়ে ছিনতাই, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
অটোরিকশা থামিয়ে ছিনতাই, গ্রেফতার ৩ অটোরিকশা থামিয়ে ছিনতাই, গ্রেফতার ৩

চট্টগ্রাম: নগরের হামজারবাগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর।

গ্রেফতার তিনজন হলেন- মো. ইলিয়াছ (২৪), রাসেল আহমেদ (২৪) ও আরিফুল ইসলাম (২২)।

ওয়ালী উদ্দিন আকবর বাংলানিউজকে বলেন, রোববার ভোরে অক্সিজেন মোড় থেকে সিএনজি অটোরিকশা নিয়ে পুরাতন চান্দগাঁও এলাকায় গ্যারেজে যাচ্ছিলেন চালক আবুল কালাম।

পথে হামজারবাগ এলাকায় তিন যুবক সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। থামার পর চালক আবুল কালামের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা।

তিনি বলেন, ঘটনার পর মুরাদপুর মোড়ে এসে টহল পুলিশকে ছিনতাইয়ের ঘটনা জানালে পুলিশ তাৎক্ষণিক কালামকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে এবং ছিনিয়ে নেয়া টাকা ও মোবাইল উদ্ধার করে।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওয়ালী উদ্দিন আকবর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসকে/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।