ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি!

চট্টগ্রাম: সংবাদ প্রকাশের জের ধরে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ নিয়ে সাংবাদিক ওয়াসিম আহমেদকে হত্যার হুমকি দিয়েছেন মোরশেদুর রহমান নাদিম নামে ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী এক সন্ত্রাসী।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে ওয়াসিম আহমেদের মোবাইল নম্বরে কল করে অকথ্য ভাষায় গালাগাল করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৮৮) করেছেন ওয়াসিম আহমেদ।

ওয়াসিম আহমেদ অনলাইন পোর্টাল সিভয়েস টোয়েন্টিফোর.কমের রিপোর্টার। সেই অনলাইন পোর্টালে শনিবার (১ সেপ্টেম্বর) বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নিয়ে ‘ফের আলোচনায় সাংসদ মোস্তাফিজ! একেতো ভুল ব্যাখ্যা, তার ওপর অশ্লীল গালাগালি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান বাংলানিউজকে বলেন, সাংবাদিক ওয়াসিম আহমেদকে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এদিকে মোরশেদুর রহমান নাদিমের নামে বাঁশখালী থানায় হত্যাচেষ্টা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ২০১৬ সালে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইমরানুল হককে হত্যাচেষ্টার আসামি ও বাঁশখালী পৌরসভার মেয়রের গাড়ি ভাঙচুরে অভিযুক্ত বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসকে/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।