ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ইভিএম দিয়ে কারচুপির নির্বাচন করতে চায় সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
‘ইভিএম দিয়ে কারচুপির নির্বাচন করতে চায় সরকার’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে আওয়ামী লীগ সরকার কারচুপির নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে নগরের নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান।   ছবি: উজ্জ্বল ধরআবদুল্লাহ আল নোমান বলেন, ‘ইভিএম দিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ সরকার।
তারা ২০১৪ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন করতে চায়। জনগণের ওপর এ সরকারের আস্থা নেই কারণ তারা ক্ষমতায় থেকে জনগণকে কিছু দেয়নি। জনগণ শুধু অত্যাচারিত হয়েছে। ’

তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকারের অধিকার চাই। দেশে উচ্ছৃঙ্খলতা চাই না। চাই সুষ্ঠু, সুচ্ছৃঙ্খল নির্বাচন।  যাতে জনগণ ভোট দিতে পারে এবং নির্বাচনে যাওয়ার এটাই আমাদের শর্ত। এজন্য সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা প্রত্যাহার করতে হবে। ’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের দলীয় ঐক্য লাগবে। দলীয় ঐক্য ছাড়া বিজয় নিশ্চিত হবে না। সকল মতভেদ, ভেদাভেদ ভুলে যেতে হবে। ’

তিনি বলেন, ‘শুধু রাজনৈতিক কারণে আমাদের নেত্রী খালেদা জিয়া আজ কারাগারে। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন যার কারণে তাকে ষড়যন্ত্র করে কারাগারে পাঠানো হয়েছে। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়া ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা রাস্তায় কোনো সমাবেশ করতে চাইনি। কিন্তু আমাদের বাধ্য করা হয়েছে। মাঠে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু মাঠে আমাদের অনুমতি দেওয়া হয়নি। ’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপি নেতা এসএম ফজলুল হক, জালাউদ্দিন মজুমদার, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামসহ নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।