ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি উপাচার্যকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
চবি উপাচার্যকে হত্যার হুমকি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় হাটহাজারী ও খুলশী থানায় নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্য।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, কিছুদিন আগে হঠাৎ একটি বিদেশি নাম্বার থেকে কল করে গালিগালাজ শুরু করে এক ব্যক্তি।

পরে আমাকে দালাল উল্লেখ করে জবাইয়ের হুমকি দেওয়া হয়। এর কয়েকদিন পর আমার মোবাইলে একটি বার্তায়ও হুমকি দেওয়া হয়।
 

জিডির বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর ও খুলশী থানার শেখ মো. নাসির উদ্দিন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৬ সালের জুলাইতেও উড়ো চিঠির মাধ্যমে চবি উপাচার্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।