ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন থেকে পড়ে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্য আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, আগস্ট ২৮, ২০১৮
ট্রেন থেকে পড়ে রেলের নিরাপত্তা বাহিনীর সদস্য আহত

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা তুলাগাছতল এলাকায় ট্রেন থেকে পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য প্রীতম ভট্টাচার্য (২২) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সোয়া ছয়টায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস থেকে পড়ে যান প্রীতম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের প্রাণকৃষ্ণ ভট্টাচার্যের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে প্রীতমের। তাকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে বদলি দায়িত্ব নিয়ে প্রীতম ট্রেনে উঠেছিলেন। চট্টগ্রাম স্টেশন পর্যন্ত তার দায়িত্ব ছিল।     

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।