ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু চট্টগ্রামের জামালখানে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নিবন্ধন, অনুমোদন ও গ্রাহকসেবার মান নিশ্চিত করতে চট্টগ্রামের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে কোতোয়ালী থানার জামালখান সড়কের বেলভিউ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে প্রথম অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীসহ ওষুধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালখানের একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।  ছবি: সোহেল সরওয়ারনিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে ইউনিক হেলথ লিমিটেড নামের ডায়াগনস্টিক সেন্টারটি সাময়িকভাবে তালাবদ্ধ করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

এরপর অভিযান চালানো হয় সেনসিভ ডায়াগনস্টিক সেন্টারে।     

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
জেইউ/এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।